রাশমিকার বৈচিত্র্যময় চরিত্রের ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ নভেম্বর) : জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা শিগগিরই তার পরবর্তী প্রেমকাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন। বেশ কয়েকটি প্যান ইন্ডিয়া সিনেমায় অভিনয়ের পর এবার অভিনেত্রী জানিয়েছেন, নিজেকে তিনি কোনো নির্দিষ্ট ঘরানার মধ্যে আটকে রাখতে চান না।
আইএএনএসের সঙ্গে এক সাক্ষাৎকারে ‘থামা’ অভিনেত্রী বলেন, “প্রতিটি সিনেমা সবার পছন্দের হয় না। তবে আমি সেই শিল্পী হতে চাই, যে বিভিন্ন ঘরানার সিনেমায় কাজ করে। আমি ভ্যাম্পায়ার হরর কমেডিতেও কাজ করেছি। এর আগে ‘কুবেরা’, ‘ছাভা’ এবং ‘পুষ্পা’র মতো চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলাম। প্রতিটি চরিত্রই ছিল আমার শেখার প্রক্রিয়ার অংশ। তাই আমি বৈচিত্র্য খুঁজি, যাতে দর্শকরা আমাকে নতুনভাবে উপভোগ করতে পারেন। আমি সব সময় আমার দর্শকদের জন্য সেরা কাজ উপহার দিতে চাই।”
দর্শকদের বিনোদন প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আমি চাই আমার অভিনয়ের মাধ্যমে ভক্তরা নানা অনুভূতি অনুভব করুক। দৈনন্দিন জীবনের দুশ্চিন্তা থেকে দূরে থাকতেই তারা থিয়েটারে যান। সেখানে আড়াই থেকে তিন ঘণ্টা সময় কাটান- যেন তারা সময়টা উপভোগ করতে পারেন। আমি মনে করি, তাদের সেই আনন্দ দেওয়াটাই আমার দায়িত্ব।’
‘সিকান্দার’খ্যাত এই অভিনেত্রী জানান, তিনি বক্স অফিসের আয়কে কখনোই তার চলচ্চিত্র নির্বাচনের মানদণ্ড হিসেবে ধরেন না। ‘যখনই ভাবতে শুরু করব যে আমি সফল হয়েছি, তখনই আর নিজেকে নতুনভাবে চাপ দিতে পারব না,’ যোগ করেন তিনি।
আসন্ন ‘দ্য গার্লফ্রেন্ড’ চলচ্চিত্র সম্পর্কে রাশমিকা আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “এটা সংখ্যার ব্যাপার নয়। আমি মনে করি, ‘দ্য গার্লফ্রেন্ড’ এমন একটি গুরুত্বপূর্ণ সিনেমা, যা নিয়ে অনেক বছর ধরে কথা হবে।” ছবিটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। এতে রাশমিকার সহঅভিনেতা হিসেবে ধিক্ষিত শেঠিকে দেখা যাবে। ‘দ্য গার্লফ্রেন্ড’ এ বছরের ৭ নভেম্বর একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
