সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে স্মরণে আলোচনা অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ, ঢাকা (২৪ সেপ্টেম্বর) : সাংবাদিক নেত ও দৈনিক সংগ্রামের সাবেক প্রধান প্রতিবেদক প্রয়াত রুহুল গাজীকে স্মরণ করলো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই স্মরণ সভার আয়োজন করা হয়। বিএফইউজের মহাসচিব কাদের গনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকাদার, শহিদুল ইসলাম, আবদাল আহমেদ, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।