আমেরিকা সার্বভৌমত্বের খানিকটা হারিয়েছে: মামদানির জয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৬ নভেম্বর) : নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির জয় নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘গত রাতে আমরা আমেরিকার সার্বভৌমত্বের সামান্য অংশ হারিয়েছি।’

বুধবার (৫ নভেম্বর) মায়ামিতে এক ভাষণে ট্রাম্প বলেন, ‘এক বছর আগে জনগণ আমাকে নির্বাচিত করে আমাদের সার্বভৌমত্ব ফিরিয়ে দিয়েছিল। কিন্তু গত রাতে নিউইয়র্কে আমরা সেই সার্বভৌমত্বের কিছুটা হারালাম।’

তবে তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমরা বিষয়টা ঠিক করে নেব।’

ট্রাম্প আরও বলেন, মামদানির জয়ের পর আমেরিকা এখন এক কঠিন সিদ্ধান্তের মুখে— ‘কমিউনিজম আর সাধারণ জ্ঞানের (common sense) মধ্যে বেছে নেওয়ার সময় এসেছে।’ তার দাবি, ‘ডেমোক্র্যাটরা যা করছে, তা আমেরিকাকে ধীরে ধীরে কমিউনিস্ট কিউবা বা সমাজতান্ত্রিক ভেনেজুয়েলায় পরিণত করছে।’

তিনি আরও বলেন, ‘আমার প্রশাসন অর্থনৈতিক অলৌকিকতা তৈরি করছে, আর তারা দিচ্ছে এক অর্থনৈতিক দুঃস্বপ্ন। তারা সরকার ও অবৈধ অভিবাসীদের জন্য খরচ বাড়াতে চায়, আমরা চাই আমেরিকান শ্রমিক ও পরিবারের আয় বাড়ুক।’

মায়ামির আমেরিকা বিজনেস ফোরাম–এ দেওয়া এ বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ফ্লোরিডা শিগগিরই হবে সেই জায়গা, যেখানে নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে মানুষ আশ্রয় নেবে।’

অন্যদিকে নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি জয়ের পর ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ট্রাম্পের জন্য চারটি শব্দ বলব— Turn the volume up!’

৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক নেতা সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন। সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ