অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ নভেম্বর) : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার এমন একটি দক্ষিণ এশিয়া গড়ে তোলার জন্য এই অঞ্চলের যৌথ সংকল্প পুনর্ব্যক্ত করেছেন, যেখানে কোনো শিশু অপুষ্টিতে ভুগবে না, প্রতিজন নারী সম্মানিত হবে এবং প্রতি ব্যক্তি মর্যাদা ও সমান সুযোগের সঙ্গে বসবাস করবে।

সার্ক সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ থেকে ৬ নভেম্বর কাতারের রাজধানী দোহায় চলমান দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি এবং যুব প্রতিনিধিসহ ৮ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ২০২৫ সালের বিশ্ব সামাজিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।

মহাসচিব সারওয়ার আঞ্চলিক সহযোগিতা ও যৌথ উন্নয়নের মাধ্যমে সামাজিক অগ্রগতির প্রতি সার্কের অব্যাহত প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, ২০৩০ সালের এজেন্ডায় সার্কের কর্মপরিকল্পনা আঞ্চলিক অগ্রাধিকারগুলোকে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে একীভূত করেছে।

সার্ক মহাসচিব আটটি সদস্য রাষ্ট্রের মধ্যে তথ্য ভাগাভাগি, নীতি সংলাপ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সংস্থার বিশেষায়িত কেন্দ্র এবং কর্মীদের অবদানের ওপরও জোর দেন।

তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রমাণভিত্তিক নীতি নির্ধারণ এবং আঞ্চলিক প্রক্রিয়া শক্তিশালী করার ক্ষেত্রে ইউএনডিপি, এফএও, ডাব্লিউএইও, ইউএনএফপিএ, এবং ইউনিসেফ-সহ জাতিসংঘের প্রধান সংস্থাগুলোর সঙ্গে সার্কের সহযোগিতার ওপর জোর দেন।

তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার এক-চতুর্থাংশ মানুষ মানবতার এই দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ। সার্কের মাধ্যমে আমরা এমন একটি অঞ্চল গড়ে তোলার জন্য দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করছি- যেখানে প্রতিটি শিশু পুষ্ট হবে, প্রতিটি কিশোর-কিশোরী ক্ষমতায়িত হবে, প্রতিজন নারীকে সম্মান করা হবে এবং প্রতিজন ব্যক্তি সমতা ও আশা নিয়ে বেঁচে থাকতে পারবে।

শীর্ষ সম্মেলনের ফাঁকে মহাসচিব শিশু ও যুব উন্নয়ন উদ্যোগে বর্ধিত আঞ্চলিক সহযোগিতা অন্বেষণের জন্য ইউনিসেফ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিকের প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ