একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ নভেম্বর) : প্রাথমিকভাবে প্রশাসকদের কাজ হলো ব্যবসা চলমান রাখা, আইটি সিস্টেমে নজরদারি ও একীভূতকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া, মানবসম্পদ বিভাগের নিয়ন্ত্রণ নেয়া ও ব্যাংকগুলোর শাখাগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা।

একীভূত হতে যাওয়া ৫ শরীয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) থেকেই প্রশাসকরা নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলোতে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ব্যাংকগুলোকে অকার্যকর (নন ভায়াবেল) ঘোষণা দিয়েই বাংলাদেশ ব্যাংক সেখানে হস্তক্ষেপ করেছে। আনুষ্ঠানিকভাবে আজ ব্যাংকগুলোর কোম্পানি সেক্রেটারিকে চিঠি দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা ব্যাংগুলোতে চার ধরনের কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান গভর্নর।

আহসান এইচ মনসুর বলেন, প্রাথমিকভাবে প্রশাসকদের কাজ হলো ব্যবসা চলমান রাখা, আইটি সিস্টেমে নজরদারি ও একীভূতকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া, মানবসম্পদ বিভাগের নিয়ন্ত্রণ নেয়া ও ব্যাংকগুলোর শাখাগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা।

একীভূতের তালিকায় থাকা ব্যাংকগুলোর শেয়ারপ্রতি সম্পদমূল্য ঋণাত্মক ৩৫০-৪২০ টাকা পর্যন্ত হয়ে গেছে বলে জানান গভর্নর। তিনি বলেন, ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের জরিমানা করা উচিৎ। আমরা তা না করে তাদের মালিকানা শূন্য করে দিয়েছি। আর ব্যাংকগুলোতে যারা লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে দুদকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে মামলা দায়ের করা হচ্ছে। এ ব্যাংকগুলোকে নজরদারির মধ্যে রাখার জন্য একটি কেন্দ্রীয় কমিটি থাকবে বলেও জানান আহসান এইচ মনসুর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ