ছবি প্রকাশ করে ক্যাটরিনা বললেন, ‘জীবনের সেরা অধ্যায়’
বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৩ সেপ্টেম্বর) : প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল- এমন গুঞ্জন চলছে কয়েক মাস ধরেই। যদিও এই দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অবশেষে গুঞ্জনের অবসান।
আজ মঙ্গলবার ইনস্টাগ্রামে একসঙ্গে পোস্ট করে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জানালেন, তারা প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন।
সামাজিক মাধ্যমে যৌথ পোস্টে দু’জনের একটি ক্যানডিট ছবি শেয়ার করেছেন তারা। ছবিতে ক্যাটরিনাকে দেখা গেছে বেবি বাম্পসহ, আর ভিকিকে দেখা গেছে ভালোবাসায় তাকিয়ে আছেন স্ত্রীর দিকে।
ক্যাপশনে লিখেছেন, আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনে আমরা সেরা অধ্যায় শুরু করতে চলেছি।’
এনডিটিভি সূত্রে জানা গেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন। তিনি নিজে সন্তানকে লালনপালন করতে চান এবং আলোচনার বাইরে থাকতে চান।
২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বাওয়ারায় ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন ক্যাটরিনা–ভিকি। তখন থেকেই ইনস্টাগ্রামে দম্পতির প্রেমমাখা মুহূর্তগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে আসছে।
ভিকি কৌশল সর্বশেষ অভিনয় করেছেন ছাভা ছবিতে। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস সিনেমায়।