অঝোরে বৃষ্টিতে রাজধানী জুড়ে চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২২ সেপ্টেম্বর) : রাজধানী ঢাকায় ভোর থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে। টানা এই বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তায় পানি জমেছে। তাছাড়া রাস্তায় যানবাহন কম থাকায় অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। যা একটানা সাতটা পর্যন্ত চলে। এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ১০, শেওড়াপাড়া, নিউমার্কেট, মগবাজার, পলাশী, সংসদ ভবনের সামনে, মালিবাগসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জম থাকতে দেখা গেছে। অনেকে ভিজে কর্মস্থলের দিকে যেতে দেখা গেছে।
এর আগে ২০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় বুধবারের (২৪ সেপ্টেম্বর) দিকে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।