রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

নিজস্ব প্রতিবেদক (রাজশাহী), আলোকিত সময়, (২২ সেপ্টেম্বর) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্যসহ শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার ঘটনায় জড়িতদের বিচার এবং কর্মকর্তা-কর্মচারীদের ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’র দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘোষিত অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন চলছে।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ ঘোষণা দেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট মিটিংয়ে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে হাতাহাতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মোক্তার হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কর্মকর্তাদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে। আমাদের ‘প্রতিষ্ঠানিক সুবিধা’র দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাট ডাউন থাকবে।

চিকিৎসা, পানি, বিদ্যুৎসহ জরুরি প্রয়োজন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। তবে ক্লাস-পরীক্ষা এই কর্মসূচির আওতায় থাকবে।

রাকসুর বিষয়ে তিনি বলেন, এই কর্মসূচির কারণে রাকসু পিছিয়ে গেলে সেই ব্যর্থতা প্রশাসনের, আমদের না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ