ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২২ সেপ্টেম্বর) : ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন।
অন্যদিকে কানাডা প্রথম জি-৭ দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর অস্ট্রেলিয়া দ্রুত একই পথে হাঁটে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেব স্বীকৃতির ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
ঘোষণায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ফিলিস্তিনকে স্বীকৃতির পদক্ষেপ শান্তি ও দুই-রাষ্ট্র সমাধানের আশা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয়। এটি হামাসের জন্য পুরস্কার নয়। এর ফলে হামাসের ভবিষ্যৎ থাকবে না।
এ সময় স্টারমার গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ইসরায়েল সরকারের কাছে গাজার সীমান্তে বিধিনিষেধ তুলে আরও ত্রাণ সাহায্য পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে এক্সে এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘ফিলিস্তিন ও ইসরায়েলি রাষ্ট্রের শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছি।’
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, কানাডার পথ অনুসরণ করেই সার্বভৌম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনকে যুক্তরাজ্যের স্বীকৃতির বিষয়ে ইসরায়েল জানিয়েছে, এটি হামাসের জন্য পুরস্কার ছাড়া আর কিছুই না।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া জিহাদি হামাসের জন্য একটি পুরস্কার। এটি যুক্তরাজ্যে হামাসের সঙ্গে সম্পর্কিত মুসলিম ব্রাদারহুডকে আরও উৎসাহ দেবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ একটি পোস্টে লিখেছে, হামাসের নেতারা নিজেরাই স্বীকার করেছেন, এই স্বীকৃতি ৭ অক্টোবরের গণহত্যার সরাসরি ফল। সূত্র: বিবিসি