হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ নভেম্বর) : প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতাই বজায় থাকল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। তানজিদ হাসান তামিম যদিও ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন। এরপরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হলো বাংলাদেশকে।

চট্টগ্রামের শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার (৩১ অক্টোবর) ৫ উইকেটে হেরেছে স্বাগতিকরা। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে উইন্ডিজ। ফলে সিরিজটি ৩-০ তে জিতে নিল সফরকারীরা। এই প্রথম দেশের বাইরে কোনো টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে জিতল তারা।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে হেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দুই দল। ওই সিরিজটি ২-১ এ নিজেদের করেছিল টাইগাররা।

টস জিতে এদিন ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দেন। ৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় খেলেন ৮৯ রানের দারুণ এক ইনিংস। কিন্তু বাকিদের মধ্যে একমাত্র সাইফ হাসান ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সাইফ ২২ বলে ২ ছক্কায় ২৩ রান করেন। বাংলাদেশ ইনিংসের ঠিক শেষ বলে ১৫১ রানে গুটিয়ে যায়।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হ্যাটট্রিক করেন রোমারিও শেফার্ড। ক্যারিবীয়দের পক্ষে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়লেন তিনি।
জবাব দিতে নেমে অধিনায়ক রোস্টন চেজ ও আকিম অসাস্তের ফিফটিতে ভর করে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দুজনই ঝোড়ো ফিফটি পেয়েছেন। চেজ ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ ও আকিম ২৫ বলে ১ চার ও ৫ ছক্কায় ৫০ রান করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৩ উইকেট নেন।

ব্যাট হাতে ফিফটির পাশাপাশি ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। সিরিজে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন রোমারিও শেফার্ড।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ