ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর জোট গঠন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ অক্টোবর) : বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বৃহত্তর জোট গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে আমরা সবাইকে নিয়ে আগামী নির্বাচনের বৈতরণী পার করতে চাই। ফ্যাসিবাদবিরোধী ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। জাতীয় নির্বাচনের আগে সেই ঐক্য বজায় রেখে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাটাই আমরা সবার কাছে দিচ্ছি।’
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আসনভিত্তিক সারা দেশের যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের নেতা-কর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘দেশের সমৃদ্ধি, সার্বিক উন্নয়ন এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে গণতন্ত্র উত্তরণের রাস্তা যাতে খুঁজে পাই, সে জন্য দোয়া করেছি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুভব করেছিলেন, এই দেশের যুবসমাজকে একত্রিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। জাতি বিনির্মাণে বিভিন্নভাবে তাদের কাজে লাগাতে হবে। সেই থেকে যুবদলের যাত্রা শুরু।’
বিএনপির এই নেতা বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর বাংলাদেশ। রাষ্ট্র মেরামতে ৩১ দফায় যুবকদের সেই ভাবনাকে তুলে ধরেছি আমরা। যুবকদের কর্মসংস্থাননির্ভর বাংলাদেশ হবে, প্রযুক্তি ও মেধানির্ভর বাংলাদেশ হবে। যে স্বপ্ন মুক্তিযোদ্ধা ও জুলাই গণ-অভ্যুত্থানের শহিদরা দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করা হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ।
