যুগপৎ-জোটে যাচ্ছে না এনসিপি: আদীব
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৩ সেপ্টেম্বর) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো কোন জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব।
অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ আটটি রাজনৈতিক দল এমন একটি সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় আদীব বলেন, চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিস লিডিং।
শনিবার ১৩ সেপ্টেম্বর তিনি এ কথা জানান।