ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ অক্টোবর) : তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১৯ মাস পর পছন্দের সংস্করনে সিরিজ জিতল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে রিশাদের ঘূর্ণিতে ৭৪ রানে জয় পায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে শঙ্কা জাগিয়ে তোলে টানা পঞ্চম সিরিজ হারের। তবে শেষ পর্যন্ত তা হয়নি সিরিজের শেষ ম্যাচে আবারও স্পিনারদের ঘূর্ণিতে কাবু হয়ে ১১৭ রানে গুটিয়ে গেছে উইন্ডিজরা

সবশেষ ২০২৩ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন সেই দল। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের প্রথম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। ১০ উইকেটের সবকটিই তুলে নিয়েছে স্পিনাররাই। যার শুরুটা করেন নাসুম আহমেদ। শুধুমাত্র অ্যালিক অ্যাথেনেজের প্রথম উইকেটটি নয়। তুলে নেন আকিম অগাস্ট ও ব্র্যান্ড কিংয়ের উইকেটও। ফলে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে পড়ে সফরকারীরা।

১৫ রান করা অ্যাথানেজ ও রানের খাতা খুলতে না পারা অগাস্ট পড়েন লেগ বিফোরের ফাঁদে। ১৮ রান করা ব্র্যান্ডন কিং বোল্ড হন দলীয় ৩৫ রানে। 

সিনিয়র নাসুমের দেখানো পথে হেঁটেছেন দুই তরুণ স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেনও। উইন্ডিজের চতুর্থ উইকেট তুলে নেন তানভীর শাই হোপকে নাজমুল শান্তর ক্যাচ বানিয়ে। অধিনায়ক হোপের বিদায়ে ৪৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে সফরকারীরা। এরপর শেরফান রাদারফোর্ডকে ফিরিয়ে আঘাত হানেন রিশাদ হোসেন। মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেওয়ার আগে ১২ রান করেন তিনি। ৩ বল পর রস্টন চেজকেও তুলে নেন রিশাদ। ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে আর কোনো সুযোগ ছিল না ম্যাচে ফেরার।

হাতে ৪ উইকেট থাকলেও জয়ের আশা ছেড়ে দিয়ে ক্যারিবিয়ানরা চেষ্টা চালায় হারের ব্যবধান কমাতে এবং বাংলাদেশের সিরিজ জয় দীর্ঘায়িত করতে কিন্তু তাতেও মিলছিল না সফলতা। আবারও আঘাত হানেন তানভীর। তুলে নেন কেসি কার্টির উইকেট। ১৫ রান করে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলে পতন হয় ৬৭ রানে সপ্তম উইকেটের।

রিশাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৭ রান করেন গুদাকেশ মোতি। ৮২ রানে ৮ উইকেট হারিয়ে আর কোনো আশাই টিকে রইলো না সফরকারীদের। বাকি স্পিনাদের বোলিংয়ে এনে সফল হওয়া অধিনায়ক অবশেষে তুলে নেন একটি উইকেট ১৫ রান করা জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে।

তখন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের চাই ২০০ রান আর বাংলাদেশের ১ উইকেট। কিন্তু ৩০তম ওভারে রিশাদ তিন ৪ ও ১ ছক্কা হজম করলে সেই ওভারে মোট আসে ১৯ রান। এই রানগুলো আসে আকিলের ব্যাট থেকে। যদিও তা যথেষ্ট ছিল না জয়ের জন্য মোটেও। বাড়িয়েছে ম্যাচে ক্ষণিকের উত্তেজনা।

পরের ওভারের প্রথম বলেই সেই আকিলকে বোল্ড করে ১৭৯ রানে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১১৭ রানে উইন্ডিজকে অলআউট করতে ৩টি করে উইকেট পেয়েছেন নাসুম ও রিশাদ। দুটি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তানভীর।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সব ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ