নারায়ণগঞ্জ কারাগারে অনিয়ম, দুই কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ জুলাই ২০২১) : নারায়ণগঞ্জ কারাগারের অনিয়ম যেন থামছেই না। কারাগারের ভেতরে অব্যবস্থাপনা, আসামিদের টেলিফোন ব্যবহার ও খাবার সরবরাহে অনিয়মসহ আসামিদের অবৈধ সুযোগ-সুবিধা দিয়ে অর্থ গ্রহণের মত গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে নানা সময়ে। এসব অনিয়মে জড়িত কারাগারের কিছু অসাধু কর্মকর্তা। যাদের বিরুদ্ধে শুধু গণমাধ্যমে সংবাদ পরিবেশনই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অনু বিভাগেও রয়েছে অভিযোগ।

নারায়নগঞ্জ কারাগারের অনিয়মের বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, এই কারাগারে গোয়েন্দা নজরদারির লক্ষ্যে কারা অধিদপ্তর থেকে দু’বছর আগে নিয়োগ দেয়া হয় লিটন হোসেন ও মোহাম্মদ মালেক নামে দুই কারারক্ষীকে। দীর্ঘ সময় ধরে একই কারাগারের চাকরির সুবাদে তারা দুজনই জড়াচ্ছেন নানা অনিয়মে। অভিযোগ রয়েছে, এই দুই কারারক্ষী ভেতরে থেকে আসামিদের বিষয়ে অনুসন্ধানের নামে তাদের বাইরে থাকা পরিবারের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। সম্পদশালী আসামিদের উন্নত খাবার সরবরাহ এবং দীর্ঘ সময় টেলিফোন ব্যবহারের সুযোগ দিয়ে আয় করছেন লাখ লাখ টাকা। এছাড়া নিরীহ কারারক্ষীদের ওপর নানা সময়ে নির্যাতনের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। আলোচিত এই দুই কারারক্ষীর বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ জেলারের টেবিলে। তবে অজ্ঞাত কারণে এসব অভিযোগের কোন তদন্তই হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ সুত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ কারাগারের অনিয়মের বিষয়ে বেশ কিছু অভিযোগ জমা হয়েছে কারা অনু-বিভাগে। এতে কারারক্ষী লিটন হোসেন ও মোহাম্মদ মালেকের ক্ষমতার অপব্যবহার ও অপরাধের বিষয়টি উল্লেখ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ