২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ জুলাই ২০২১) : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার আরও ১৩২ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৪ হাজার ৭৭৮ জন।

১ জুলাই সকাল ৮টা থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

শুক্রবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন করোনায় মারা গেছেন। তাদের মধ্েয সরকারি হাসপাতালে ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় ১৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ