সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ চলছে: নূরুল কবীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ জানুয়ারি) : সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে ‘সুশৃঙ্খল মব’ কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।

তিনি বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমের ওপর যেসব হামলা হয়েছে, তা ছিল পরিকল্পিত ও সংগঠিত। এর পেছনে সরকারি মদদ রয়েছে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশে গণমাধ্যম সংস্কার: স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

নূরুল কবীর বলেন, ‘প্রকৃত সাংবাদিকরা ক্ষমতাকে প্রশ্ন করেন। যারা তা করেন না, তারা সাংবাদিক নন, তারা পাবলিক রিলেশন অফিসার।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের দুর্নীতির সঙ্গে শুধু অর্থনৈতিক সংকটকে দায়ী করা ঠিক নয়, অনেক সচ্ছল সাংবাদিক ও সম্পাদকও দুর্নীতিতে জড়িত।’

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ বলেন, সরকারের মেয়াদের শেষ সময়ে এসে তাড়াহুড়ো করে অধ্যাদেশ জারি করা হচ্ছে, যা ভবিষ্যতে টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তিনি তথ্য সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে ‘জোড়াতালি’ বলে মন্তব্য করেন।

সিজিএস সংলাপে গণমাধ্যমে নারীর অংশগ্রহণ, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ