প্রীতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

prity jinta প্রীতি জিনতাবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একাধিকবার হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় এবার বলিউডি অভিনেত্রী প্রীতি জিনতার বিরুদ্ধে জামিনবিহীন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের আন্ধেরি আদালত। এই মুহূর্তে সেখানে প্রীতির বিরুদ্ধে দায়ের করা একটি মামলার শুনানি চলছে।

মুম্বাই মিরর জানিয়েছে, নিজের প্রথম প্রযোজিত সিনেমা ‘ইশক ইন প্যারিস’ বক্স অফিসে মার খেয়ে যাওয়ায় ব্যাপক ঋণের বোঝা জমেছে প্রীতির উপর। সিনেমাটির সংলাপ লেখক, আব্বাস তিরেওয়ালা সম্প্রতি তার পাওনা ১৮ লাখ ৯০ হাজার রুপির চেক নিয়ে ব্যাংকে গেলে অর্থ না থাকার কারণে চেকটি ফেরত আসে। আর তখনই প্রীতির বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি।

তবে প্রীতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তখনই, যখন একাধিকবার আদালতে হাজিরা দিতে বলা হলেও দেখা যায়নি প্রীতিকে। এদিকে সময়মতো হাজিরা না দেওয়ার কারণে প্রীতিকে দুবার ৫ হাজার এবং ২ হাজার রুপি জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

প্রীতির উকিল রত্নেশ্বর ঝা জানিয়েছেন, বর্তমানে মুম্বাইয়ে নেই প্রীতি।

এছাড়াও তিরেওয়ালার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে টাইমস অফ ইন্ডিয়াকে ঝা বলেন, “সংলাপগুলো সময়মতো পাওয়া যায়নি। তাকে বলা হয়েছিল, তিনদিনের মধ্যে সংলাপ সরবরাহ করতে, তিনি করতে পারেননি। এমনকি যখন সংলাপগুলো দেওয়া হয়েছিল, সেগুলো সিনেমার জন্য ঠিক হয়নি এবং ব্যবহারের যোগ্য ছিল না। আর যদি চেকের কথা বলা হয়, চেকটি আমাদের অফিস থেকে সংগ্রহ করেছিলেন আব্বাস। কিন্তু এটি প্রীতি নিজে তাকে দেননি। এমনকি চেকের তারিখটিও আব্বাস নিজেই লিখেছেন।”

তিনি আরও বলেন, “প্রীতি এখন মুম্বাইয়ে নেই। আমি ম্যাজিস্ট্রেটের আদেশকে মুম্বাই হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করব।”

এদিকে আব্বাস তিরেওয়ালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ