নীলক্ষেতে র‌্যাবের অভিযান, জাল সার্টিফিকেটসহ ভূয়া সাংবাদিক গ্রেফতার

আনোয়ার আজমী, বিশেষ প্রতিরেবদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ এপ্রিল ২০১৯) : জাল সার্টিফিকেটসহ এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। গতকাল রাতে র‌্যাব-১০ এর (সিপিসি-৩) কোম্পানী কমন্ডিার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান
এবং সিনিয়র এএসপি মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ঢাকার নিউ মার্কেট থানাধীন স্টুডেন্ট কম্পিউটার এন্ড প্রিন্টিং, বাকুশাহ কমপ্লেক্স, নীলক্ষেত দোকান হতে জসিম উদ্দিন (২৬), পিতা-মৃত এসহাক গাজী, সাং- ডাকুয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, বর্তমানে রনি মার্কেট ইউসুফ মিয়ার বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়া, থানা-কামরাঙ্গীরচর, ঢাকাকে গ্রেফতার করে। আসামীর দখল হতে জাল সার্টিফিকেট-৩৬ টি, জাল মার্কসীট-০৩ টি, সিপিও-০২ টি, প্রিন্টার-০৩ টি, স্কেনার-০২ টি, মাউস-০২ টি, পেনড্রাইভ-০১ টি, নগদ-৩৫০০/- টাকা, দৈনিক সময়ের সংবাদ পত্রিকার সাংবাদিকের ১টি ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানা যায় দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র সার্টিফিকেট, উ”চমাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট, মাদ্রাসা বোর্ডের জুনিয়র, দাখিল, আলিম, ফাজিল, ও কামিলসহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের অনার্স, ও মাষ্টার্স সার্টিফিকেট, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সার্টিফিকেট ও ব্যবসা প্রশাসনের বিবিএ সার্টিফিকেট বিভিন্ন মেডিক্যাল কলেজ সমূহের এমবিবিএস সার্টিফিকেট, প্যারামেডিক্যাল বোর্ডের জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। আসামী দীর্ঘ দিন যাবৎ ভূয়া সাংবাদিকতার পরিচয়ে জাল সার্টিফিকেট ও মার্কসীট প্র¯‘ত করে বিভিন্ন লোকজনদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিউ মার্কেট থানায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার যাত্রাবাড়ী থেকে ১,৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গতকাল গভঅর রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক, পিএসসি, জি, এর নের্তৃত্বে একটি দল ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মাদক বিরোধি অভিযান পরিচালনার সময় ১,৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে মাদক বিক্রির ২,৮৯০/-টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীর নাম সাইফুর রহমান কামাল (৩৫), পিতা-মৃত আব্দুল হক, সাং-হিতালবুনিয়া, থানা- কাঁঠালিয়া, জেলা-ঝালকাঠি বলে জানা যায়। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ