কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদসহ ৩২ শিক্ষার্থীর জামিন

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২১ আগস্ট ২০১৮) : কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদসহ ৩২ শিক্ষার্থীর জামিন পেয়েছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে দায়ের করা পৃথক ১৫ মামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের আরও ৩২ শিক্ষার্থী জামিন লাভ করেন।

২০ আগস্ট সোমবার ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতগুলো শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার নিরাপদ সড়ক চাই আন্দোলনের একাধিক মামলায় ৪২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন আদালত। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পৃথক ১০ মামলায় ১৪ আসামির জামিন দিয়েছেন আদালত। এদের মধ্যে ১২ জনই শিক্ষার্থী।

রাশেদ ছাড়া অন্য জামিনপ্রাপ্তরা হলেন- রিসানাতুল ফেরদৌস, বায়েজিদ, আমিনুল এহসান বায়েজিদ, যাবের আহমেদ উল্লাহ, শামীম, জোবাইর হোসেন, গাজী ইমাম বুখারী, সাদ্দাম, মো. ইহসান উদ্দিন ইফাজ, মাহবুবুর রহমান, সাইদুল ইসলাম তৌহিদ, শাহরিয়ার হোসেন, মো. মাহবুবুর রহমান ও সোহেল। এর মধ্যে শেষের দুজন ছাড়া সবাই শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ