জিজ্ঞাসাবাদ শেষে ইমিকে ছেড়ে দিয়েছে ডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৫ আগস্ট ২০১৮) : জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী তাসনিম আফরোজ ইমিকে ছেড়ে দিয়েছে পুলিশ। ১৪ আগস্ট মঙ্গলবার রাতে তাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ওকে (ইমি) জিঙ্গাসাবাদ শেষে হল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ওর অনেক ইনভলমেন্ট আছে, তবে সামনে ঈদসহ সবকিছু বিবেচনায় তাকে একটি সুযোগ দেয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় ঢাবির শামসুন্নাহার হলের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় তাসনিম আফরোজ ইমিকে। তিনি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী।

ইমি কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সাংস্কৃতিক সংগঠন স্লেগান-৭১ এর সাবেক সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ