ফিফার নতুন সভাপতি জেয়ানি ইনফান্তিনো

ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ডের জেয়ানি ইনফান্তিনো।
জুরিখে দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটিতে আরও তিনজন প্রার্থীকে হারিয়ে এই পদে বিজয়ী হয়েছেন সুইস এই আইনজীবী।

ইনফান্তিনো ইউরোপীয় ফুটবল সংস্থা ইউএফার বর্তমান প্রধান।

তিনি সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হলেন, দুর্নীতির অভিযোগ যিনি গতবছর সভাপতি পদ থেকে সরে দাঁড়ান।

উপস্থিতি প্রতিনিধিদের উদ্দেশে তার বিজয় ভাষণে ইনফান্তিনো ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে সংস্থার হৃতগৌরব ফিরিয়ে আনতে চান বলে জানান নতুন সভাপতি।

সভাপতি নির্বাচনের জন্য ভোটাভুটির আগে শুক্রবার ফিফার এক নজিরবিহীন অধিবেশনে ফুটবলে দুর্নীতি ঠেকাতে এবং সংস্থার স্বচ্ছতা বাড়াতে ফিফা বেশ কিছু সংস্কার পরিকল্পনা অনুমোদন করে।

এসব সংস্কারের মধ্যে সভাপতিসহ নির্বাচিত ফিফা কর্মকর্তাদের বিভিন্ন পদে থাকার সময়সীমা বেঁধে দেয়া হয় এবং সভাপতির বেশ কিছু ক্ষমতা ছেঁটে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ