আমিরাতকে হারিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : টি২০ এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হেরে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর সে কারনেই বাংলাদেশের ক্রিকেট দলও আজ শতর্ক অবস্থায় ছিল। এই ম্যাচের জয়-পরাজয়ের উপর নির্ভর করছিল অনেক কিছু। তবে অঘটন কিছু ঘটেনি। প্রত্যাশিত জয়টিই তুলে নিয়েছে স্বাগতিকরা।

অবশ্য টস হেরে ব্যাট করতে নেমে দর্শকদের মন ভরাতে পারেনি টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করতে পারে তারা। কিন্তু বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের বোলাররা।

সে কারণে অল্প পুঁজি নিয়েও ৫১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। মুস্তাফিজ, সাকিব, মাহমুদউল্লাহ আর মাশরাফির বোলিং ভেল্কিতে মাত্র ৮২ রানে গুড়িয়ে যায় আরব আমিরাতের ইনিংস। ফলে ৫১ রানের দারুণ এক জয় পায় বাংলাদেশ। পাশাপাশি টিকে থাকে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে। হতাশা কাটিয়ে এখন স্বপ্ন দেখছে বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ