ডিসিসি উত্তরের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ

dccআনোয়ার আজমি, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ সমর্থিত এক প্রার্থীর বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশন উত্তরের ১৪নং ওয়ার্ডের (কাজীপাড়া-শেওড়াপাড়া) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল হক বাহার আজ (২৯ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনে এসে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ দাখিল করেছেন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগও বিষয়টির সত্যতা শিকার করেছে।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল হক বাহার অভিযোগ করে বলেন, বিদ্রোহী আওয়ামী লীগের প্রার্থী জনি তার বিজয় ছিনিয়ে নিয়েছে। র্নিাচনের আগে থেকেই হুমায়ূন রশিদ জনি তার ক্যাডারদের নিয়ে ভোটারদের ভয়ভিতি ও নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। নির্বাচনের দিন শেওড়াপাড়া এলাকার বেশ কয়েকটি কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করে। শুধু তাই নয়, হুমায়ূন রশিদ জনি ও তার ক্যাডাররা এই ১৪ নং ওয়ার্ডে মোট ৫২টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। এর মধ্যে ৩৯টি কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন। বাকি ১৩টির ফলাফল ঘোষনা না করে তার এজেন্টসহ রেজাল্ট সিট (ফলাফলের কাগজ) অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়। এর পর নির্বাচন কমিশন রাতে আর ফলাফল ঘোষনা করতে পারেনি। পরবর্তি দিন সকালে ঘোঝামিলের একটি ফলাফল ঘোষনা করে কমিশন। এতে সামান্য ভোটের ব্যবধানে তাকে পরাজিত দেখানো হয়। এর প্রতিবাদ জানিয়ে তিনি আজ (২৯ এপ্রিল) দুপুরেই নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করেছেন বলে জানান। এ বিষয়ে হুমায়ূন রশিদ জনির মোাইল নম্বওে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ