অসাধারণ বোলিং-ফিল্ডিংয়ে ভারতকে গুড়িয়ে দিল বাংলাদেশ June 17, 2014June 18, 2014 Masum 0 Comments স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাহারা কাপের দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের তরুনরা ভরতের ব্যাটিং লাইন আপ ভেঙ্গে গুড়িয়ে দিল। মঙ্গলবার দুপুরের পর ঢাকার মিরপুর জাতীয় ষ্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত খেলায় বাংলাদেশ বল হাতে খেলতে ১০৫ রানে ভারতকে অলআউট করে দেয়।