গাড়ি দুর্ঘটনায় আহত ব্ল্যানচেট

kate blanchet কেইট ব্ল্যাঞ্চেটবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হলিউডি অভিনেত্রী কেইট ব্ল্যানচেট এবং রুনি মারা তাদের পরবর্তী সিনেমা ‘ক্যারল’-এর শুটিং সেটে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন।

কন্টাক্টমিউজিক এক প্রতিবেদনে জানায়, শুটিংয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর কারণে আহত হন কেইট ব্ল্যানচেট এবং রুনি মারা।

সিনেমাটির একটি দৃশ্যে অভিনেত্রীদ্বয়কে একটি ক্ল্যাসিক ডজ গাড়ি চালাতে দেখা যাবে। দৃশ্যটিতে দেখা যাবে সিনসিনাটির বরফ ঢাকা রাস্তায় ব্ল্যানচেট ডজ গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। তবে হঠাৎ গাড়ির ব্রেক ফেইল হওয়ায় সমস্যায় পড়েন তারা।

সংবাদমাধ্যমটি জানায়, “কেইট ভালোভাবেই গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর তখন হঠাৎ ব্রেক ফেইল হওয়ায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।”

বারবার ব্রেক কষার পরও কিছুই হচ্ছিল না। গাড়িতে ওই সময় ব্ল্যানচেট এবং মারা ছিলেন। তারা ভয় পেয়ে চিৎকার শুরু করেন। গাড়িটির গতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না তারা।

গাড়িটি থামানোর প্রাণপণ চেষ্টা করছিলেন ৪৪ বছর বয়সী অভিনেত্রী ব্ল্যানচেট। তিনি এক পর্যায়ে গাড়িটির চাকা ডান দিকে ঘুরিয়ে প্রাণপণে ব্রেক চেপে ধরেন। তখন গাড়িটি থেমে যায়।

ন্যাশনাল এনকোয়্যারার ম্যাগাজিনের সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, বরফ ঢাকা রাস্তায় হঠাৎ চাকা পিছলে যাওয়ায় ব্রেক ফেইল করে গাড়ি। এক পর্যায়ে কাঠের একটি বেড়ার সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি থেমে যায়। শুটিংয়ে উপস্থিত সকলে দৌড়ে যায় ব্ল্যানচেট এবং মারাকে দেখতে। আর তখন ব্ল্যানচেট ভিতর থেকে জানান যে তারা ভালো আছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে ডজ গাড়িটি। ব্ল্যানচেট এবং মারা কেউই খুব একটা ক্ষতিগ্রস্থ হননি। তবে পরিচালক জানিয়েছেন গাড়ির দৃশ্যের শুটিং প্রথমবারেই নেওয়া হয়েছে। আর তাই ব্ল্যানচেট এবং মারাকে আবার ওই ঝুকিপূর্ণ দৃশ্যর শুটিং করতে হবে না।

টেড পারসুটের পরিচালনায় ‘ক্যারল’ একটি রোমান্টিক হলিউডি সিনেমা। ৫০-এর দশকে পুরোপুরি ভিন্ন দুজন নারীর সম্পর্ক এবং তাদের মধ্যে গড়ে ওঠা ঘনিষ্টতার কাহিনি নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ