পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে স্বর্নের বার উদ্ধার

police gold bar পুলিশ স্বর্ণরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবলের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা থেকে ৬৩ পিস স্বর্নের বার উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়। এগুলোর  মূল্য প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, সোনাতলা থানার পোড়া পাইকড় গ্রামের মৃত নকিবর রহমানের ছেলে ওয়াহেদুল ইসলাম (৪২) ঢাকার রামপুরা থানায় কর্মরত আছেন। ঢাকার রামপুরা থেকে খোয়া যাওয়া ২৮০ পিস স্বর্নের বার উদ্ধার করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার রাত ১টায় সোনাতলা উপজেলায় আসেন। পরে সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় ওয়াহেদুলের বাড়ির গোয়াল ঘরের মাটি খুড়ে ৬৩ পিস স্বর্নের বার উদ্ধার করা হয়।

সোনাতলা থানার ওসি খালেকুজ্জামান জানান, ঢাকা ডিবি পুলিশের একটি দল বগুড়ার সোনাতলায় এসে স্বর্ণের বারগুলো উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছে। তবে বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ