জমি নিয়ে সংঘর্ষে যুবক খুন

kh00nরিপোর্টার, এবিসি নিউজ বিডি, রংপুরঃ রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আব্দুল হালিম নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রংপুরের পীরগঞ্জের বড় আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় চার জনকে আটক করেছে।

জানা গেছে, বড় আলমপুর গ্রামে নানার জমির অংশ নিয়ে অব্বাস আলীর ছেলে আব্দুর রহিমের সঙ্গে তার খালাতো ভাই একই গ্রামের মাহফুজার ও পত্নীচড়া গ্রামের মিজানুর রহমানের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের পরস্পর বিরোধী একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে আব্দুর রহিমের রোপনকৃত বোরো ক্ষেত মিজানুর ও মাহফুজের নেতৃত্বে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ভাড়াটে লোক ওই ক্ষেত বিনষ্ট করছিল। এ সময় রহিমের লোকজন বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রহিমের ছোটভাই আব্দুল হালিম প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয়পক্ষের ১৫ জন।

পীরগঞ্জ থানার ওসি এসএম মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ