ঠাকুরগাঁওয়ে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

suchitra rai সুচিত্রা রায়রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী সুচিত্রা রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টায় কলেজের হোস্টেল থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সুচিত্রা রায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর এলাকার গোবিন্দ রায়ের মেয়ে।

পুলিশ ও হোস্টেল সূত্রে জানা গেছে, সুচিত্রা সোমবার বিকেলে হল থেকে বের হয়। পরে সময় মত হলে ফিরে এসে রুমে ঢুকে। তার সহপাঠী রুমে ঢুকতে চাইলে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকির পর দরজা না খুলতে পেরে জানালার পাশ থেকে সুচিত্রার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে হল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ এসে রুম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সুচিত্রার রুমমেট তমা জানান, সুচিত্রার দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তার পরিবারে জেনে যাওয়ার ফলে কয়েক দিন ধরে দুশ্চিন্তায় ছিল সে। সে কারণে আত্মহত্যা করতে পারে।

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আরজুমান্দ বানু জানান, সুচিত্রা বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। সে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নিত। কি কারণে আত্মহত্যা করেছে এখনো বলা যাচ্ছে না।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, খবর পেয়ে হল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধারের সময় একটি চিরকুট জব্দ করে পুলিশ। যাতে লেখা ছিল-‘জীবনে কিছু প্রশ্ন থাকে যা কখনও মুছে না, কিছু ভুল থাকে যা শুদ্রানো যায় না আর কিছু এমন বন্ধু থাকে যাকে কখনো ভুলা যায় না।’

‘এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি-কাঁদিবে এ ভুবন, সুখের আশা করছি কেন সুখ কি সবাই পায়, তবু মোরা সুখকে ভেবে প্রহর কেটে যায়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ