বিদ্যুৎ বিল কমাতে কিছু সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   প্রতিটি মাসের শেষে বিদ্যুৎ বিল দেখে চোখ চড়াকগাছ। কিভাবে আসলো এ বিল হিসাব মিলাতে হিমশিম খেতে হয়। খুব হিসাব করে খরচ করেন, তবুও কমাতে পারছেন না বিদ্যুৎ বিল। কিন্তু তাই বলে তো আর বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেওয়া যায় না। তবে কিছু অভ্যাস আপনার বিদ্যুৎ বিল কিছুটা হলে সাশ্রয় করবে।

* সবার প্রথমে বাড়ির বাল্ব এবং টিউব লাইট গুলো বদলে এনার্জি সেভিং লাইট আনুন। এই লাইট টিকেও অনেকদিন।

* বাড়িতে কাপড় ইস্ত্রি করা বন্ধ করে দিন। প্রয়োজন হলে দোকান থেকে ইস্ত্রি করিয়ে আনুন।

* এসি ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন না। কয়েক ঘণ্টা এসি চালিয়ে ঘর ঠাণ্ডা করে নিন, তারপর বন্ধ করে দিন ও ফ্যান চালিয়ে নিন। দরজা জানালা বন্ধ রাখলে অনেকটা সময় ঘর ঠাণ্ডা থাকবে।

* হিটার চালিয়ে রাখা বন্ধ রাখুন। অন করে পানি গরম করে নিন। প্রয়োজনীয় গরম হয়ে গেলে বন্ধ করে দিন। সম্ভব হলে চুলাতেই গরম করে নিন পানি।

* কি দরকার হেয়ার ড্রায়ার ব্যবহার করে? জানেন কত বিদ্যুৎ টানে এটা? বাতাসেই শুকিয়ে নিন না চুল। বিদ্যুৎ বিল তো কমবেই, সাথে চুলের ক্ষতিও হবে না।

* ঘর থেকে বের হবার সময় লাইট ফ্যানের সুইচ বন্ধ করে ফেলা অভ্যাস করুন। দুই মিনিটের জন্য বের হলেও বন্ধ করে যাবেন সুইচগুলো ।

* ওভেন চালাবার অভ্যাস পরিহার করুন। বিশেষ করে মাইক্রোওয়েভ। চুলাতেই গরম করে নিন খাবার দাবার।

* অনেকেই আছেন রাত-দিন ২৪ ঘণ্টা কম্পিউটার ছেড়ে রাখেন, কিংবা বাড়ির পাওয়ার বাটনগুলো অন করে রাখেন। কেউ গিজার, কেউ এসি ছেড়ে রাখেন। কেবল কষ্ট করে বন্ধ করতে হবে বা পুনরায় ছাড়তে হবে- এমন আলসেমি ভাবনায় এই কাজটা করবেন না। যেটা এই মুহূর্তে লাগছে না, সেটা বন্ধ করে দিন।

* ওয়াশিং মেশিন ব্যবহার বন্ধ করুন। কেবল বিদ্যুৎ নয়, পানিরও অপচয় করে এই বস্তুটি।

* অনেকের বাসাতেই একটি বাড়তি ডিপ ফ্রিজ থাকে। ভালকরে দেখুন তো, তেমন জরুরি কিছু আছে কিনা আপনার ফ্রিজে। যদি না থেকে থাকে তো বন্ধ করে দিন না। আবার রাখার মতন জিনিস হলে তখন না হয় চালু করবেন।

* রাইস কুকার, কারি কুকার ইত্যাদি যন্ত্রগুলো নেহাত ঠেকায় না পড়লে ব্যবহার করবেন না। টেবিল ল্যাম্প ব্যবহার করার সময় ঘরের অন্য বাতিটি নিভিয়ে দিন।

* ঘরের জানালাগুলো খুলে পর্দা সরিয়ে রাখা অভ্যাস করুন। অযথা ভারী পরদা দিয়ে দিনের আলোকে বাঁধা না দিয়ে বরং দিনের আলোতেই কাজ করা অভ্যাস করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ