সানি লিওনকে চান না অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  গায়ক অরিজিৎ সিং বলিউডের হট সানিকে একেবারেই পছন্দ করেননা। বরং সোজা সাপটা তিনি উগরে দিয়েছেন সানির প্রতি তার বিতৃষ্ণা৷

কাণ্ডটা হল, সম্প্রতি মুম্বাইয়ে অরিজিৎ সিংয়ের লাইভ পারফরম্যান্সে গান গাওয়ার মাঝে শ্রোতাদের কাছ থেকে অনুরোধ আসে ‘জ্যাকপট’ ছবির ‘কভি বাদল জো বরষে’ গানটিও গাওয়ার জন্য৷ গানটি শুরু করার আগে অরিজিৎ জানান, ‘এত ভাল গান৷ খুব মন দিয়ে গেয়েছিলাম৷ আমার বেশ পছন্দের গান৷ কিন্তু কষ্টটা অন্য জায়গায়৷ যখনই এই গানটার ভিডিওটা চোখে পড়ে, তখন খারাপ লাগাটা বেড়ে যায়৷ আই উইশ গানটাতে সানি লিওন যদি না থাকত৷’

শুধু তাই নয়, পরিচালকদের অরিজিৎ অনুরোধ করেছেন তাঁর গানে যেন কখনই সানিকে না নেওয়া হয়৷ অরিজিতের এই কথায় হতবাক পুরো ইন্ডাস্ট্রি৷ তবে মুডি গায়কের এই উক্তিকে ইতিবাচক ভাবেই নিয়েছেন সানি৷ সানি জানিয়েছেন, ইটস টোটালি হিজ ভিউ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ