ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এ বছরেই

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ বছরে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হবে। আর এর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হবে।’

শনিবার দুপুরে চট্টগ্রামে নৌ বাহিনীর দুটি যুদ্ধ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশের জলসীমা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর  জলসীমা রক্ষায় নৌ বাহিনীর গুরুত্ব অপরিসীম।’

তবে কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাই নয়, বরং আন্তর্জাতিক শান্তি রক্ষায়ও বাংলাদেশের নৌবাহিনী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের অধিকাংশ মানুষ সমুদ্র এবং এর সম্পদের ব্যাপারে সচেতন নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জলপথে দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, নৌবাহিনীকে একটি কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।’

বাংলাদেশের নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত করতে এই বাহিনীতে ২০১৫ সালের মধ্যে দুটি সাবমেরিক সংযোজেন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

পটুয়াখালীর রামনাবাদে একটি বৃহৎ নৌঘাঁটি স্থাপনের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, একটি সাবমেরিন ঘাঁটি স্থাপনেরও চিন্তা-ভাবনা চলছে।’

এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর কর্মীদের চেইন অব কমান্ড বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ