সন্ত্রাস নির্ভর রাজনীতি করছে সরকার: খালেদা জিয়া

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  শুধু সন্ত্রাসনির্ভর রাজনীতি চর্চার কারনেই শাসকদল অবৈধভাবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে গোটা দেশকে এক ভয়াল নরকে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাতে দেয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বেগম জিয়া বলেন, ঐতিহ্যগত কারনেই গণতান্ত্রিক চেতনাবোধহীন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পথ ধরে এগোচ্ছে, তারা স্বপ্ন দেখছে বিরোধী দলবিহীন কেবলমাত্র নিজেদের কর্তৃত্বাধীন একটি রাষ্ট্র কায়েম করতে। তাই নিজেদের অপকর্ম আড়াল করতে নতুন নতুন কৌশলের অংশ হিসেবে বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ ক্ষমতার জোরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে অন্তরীণ রাখছে।

বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান হাইকোর্টের জামিন নিয়ে রোববার নিম্ন আদালতে হাজির হলে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বেগম জিয়া।

বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী দলকে ধ্বংসের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে চক্রান্তের জাল বিস্তার করে যাচ্ছে।

আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো সেই চক্রান্তেরই অংশ বলে উল্লেখ করে বেগম জিয়া বলেন, বর্তমান অবৈধ সরকার দেশ পরিচালনায় জনস্বার্থের প্রতি তাচ্ছিল্য প্রদর্শণ করে গুম, খুন ও অপহরণের উপর নির্ভর করার জন্যই সমাজে এখন ভয়ংকর নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আওয়ামী দুঃশাসনের ফলে মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির সম্মুক্ষিণ। জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হেনস্তা করা হচ্ছে।

অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এর মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বেগম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ