সিরাজগঞ্জে হত্যা মামলার আরেক আসামির লাশ উদ্ধার

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিরাজগঞ্জঃ  জেলার আলোচিত আওয়ামীলীগ নেতা সাইফুল হত্যা মামলার আরও এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ওই মামলার তিন আসামির লাশ উদ্ধার হলো।

কামারখন্দ থানার সেকেন্ড অফিসার (এসআই) আব্দুল বাছেদ জানান, শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের দক্ষিণপাশে জাহাঙ্গীর আলমের (৪৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের মাথায় দুটি রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে তিনি সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

জাহাঙ্গীর আলম সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চেতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেন দেলার ছেলে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার ১৬ নম্বর আসামি ছিলেন।

নিহতের পরিবার জানিয়েছে, ঢাকার জয়দেবপুর এলাকার সৎ মায়ের বাসায় পালিয়ে থাকা অবস্থায় ১৯ জানুয়ারি রাতে সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনীর লোকজন জাহাঙ্গীর আলম ও জবান আলীকে আটক করেছিল।

৫ ফেব্রুয়ারি রাতে জবান আলীর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেলেও জাহাঙ্গীর নিঁখোজ ছিলেন। জবান আলী ওই মামলার প্রধান আসামি ছিলেন। এর আগে একই মামলার ২নম্বর আসামি বাবুল গত ৩০ জানুয়ারি র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ