ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ছাপাখানা, সার্ভারের সিলগালাসহ অন্যান্য সরঞ্জামাদি ফিরিয়ে দিয়ে দৈনিক ইনকিলাব প্রকাশের সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক-কর্মচারীরা।

রোববার বিকেলে পত্রিকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দৈনিক ইনকিলাব যথারীতি সোমবার থেকে প্রকাশিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ায় গত ১৭ জানুয়ারি থেকে আমরা পত্রিকাটির অনলাইন সংস্করণে অনুতাপ ও গভীর দুঃখ প্রকাশ করে আসছি।

দৈনিক ইনকিলাবের নগর সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাহাউদ্দীন বলেন, বাংলাদেশ রাষ্ট্রের সুনামহানি হয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে, এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক ইনকিলাব এখন থেকে আরও সতর্কতা অবলম্বন করবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংবিধান সমুন্নত রাখতে দৈনিক ইনকিলাব সব সময়ই অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ