ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র‌্যাঙ্কিয়ে ভারতের সঙ্গে ইদুঁর বিড়াল খেলা চলছে অস্ট্রেলিয়ার। কখনও ভারত শীর্ষে পৌঁছছে তো ২৪ ঘণ্টা বাদে সেটা কেড়েও নিচ্ছে অস্ট্রেলিয়া। রোববার কাড়ল আরও একবার।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে রোববার অ্যাডিলেডে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিয়ের শীর্ষে পৌঁছল ক্লার্কের দল। একই সঙ্গে তারা সিরিজ জিতল ৪-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার ২১৭ রানের জবাবে ইংল্যান্ড ২ বল বাকি থাকতে অলআউট হয় ২১২ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে বেইলির ৭৪ বলে ৫৬, ম্যাথু ওয়েডের ৩১ রানে ৯ উইকেটে ২১৭ রান করে অস্ট্রেলিয়া। ব্রড ও স্টোকস নেন ৩টি করে  উইকেট।

জবাবে রুটের ৫৫, কুকের ৩৯ ও মরগানের ৩৯ রানের পরও শেষ ওভারে ২১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২৭ রানের পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফকনার। আর সিরিজ সেরার পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার ফিঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ