বার্সাকে হারালো আয়াক্স

barcelona lost with ajax বার্সেলোনা আয়াক্সস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আমস্টার্ডামের অ্যারেনায় আয়াক্স বার্সেলোনার বিপক্ষে এক অসাধারণ জয় তুলে নিয়েছে। গ্রুপ-এইচের খেলায় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেলো ডাচ জায়ান্টরা।

মেসি বিহীন বার্সেলোনার বিপক্ষে খেলার প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে ছিল আয়াক্স। প্রথধমার্ধে বার্সেলোনার এলোমেলো ফুটবলের বিপরীতে প্রেসিং ফুটবল খেলে স্কোর লাইনকে নিজেদের অনুকূলে নিয়ে নেয় আয়াক্স।

ম্যাচের ১৯ মিনিটে তুলানি সেরেরো গোল করে সবাইকে চমকে দেন। ৪২ মিনিটে ড্যানি হোয়েসেনের গোল বার্সেলোনাকে ঠেলে দেয় ব্যাক ফুটে। দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কাতালানরা মরিয়া ফুটবল খেললেও তা উদ্দীপ্ত আয়াক্সকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিলনা। খেলার ৪৯ মিনিটে আয়াক্সের জোয়েল ভেল্টমেন বক্সের মধ্যে নেইমারকে দৃষ্টিকটুভাবে ফেলে দিলে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগান জাভি। নিজের কৃতকর্মের জন্য লালকার্ড দেখতে হয়েছে ভেল্টমেনকে। বাকীটা সময় দশজনী আয়াক্সের বিপক্ষে খেলেও বার্সেলোনার তারকারা তেমন কিছুই করতে পারেন নি। জেরার্ডো মার্টিনো দায়িত্ব নেওয়ার পর এটি বার্সেলোনার প্রথম হার।

এই জয়ে আয়াক্স এইচ গ্রুপে নিজেদের তৃতীয় স্থানে তুলে নিল। আয়াক্সের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে গ্রুপে এসি মিলানের অবস্থান দ্বিতীয়।

আজ হেরে যাওয়ায় গ্রুপে বার্সার শীর্ষ স্থানটা একটু ঝুলে রইল। শীর্ষস্থানটি নিশ্চিত করতে মার্টিনো বাহিনীর প্রয়োজন আরও একটি পয়েন্ট। তবে আয়াক্সের বিপক্ষে পরাজয় বার্সেলোনার শেষ ষোলো ঠেকাতে পারেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ