নির্বাচন বর্জনের ঘোষণা সিপিবি’র

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি)বর্তমান নির্বাচনকালীন সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সেলিম বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া এভাবে তফসিল ঘোষণা করে নির্বাচন করাটা মোটেও গ্রহণযোগ্য হবেনা। এভাবে নির্বাচনা করলে সেটা শুধু একতরফা নির্বাচনই হবে। সিপিবি কোন একতরফা নির্বাচনে অংশগ্রহণ করবে না।

মুজাহিদুল ইসলাম সেলিম বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, বর্তমান ইসির দ্বারা কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ এ ইসি সরকারের নির্দেশমতোই কাজ করছে।

তিনি আরো বলেন, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া এভাবে একতরফা নির্বাচন করলে শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবেও তা গ্রহণযোগ্য হবে না।

নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ