সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন সিইসি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে নিয়ে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। এ ভাষণে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে কাজী রকিব উদ্দিন আহমেদ সংবাদিকদের বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচন অনুষ্ঠানের দিন তারিখ বিষযে বিস্তারিত জানতে পারবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাষণের মাধ্যমেই দেশবাসী সবকিছু জানতে পারবেন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, সিইসির এ ভাষণেই নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে ভোট গ্রহণের তারিখ থাকবে।

তবে সচিবালয় সূত্র জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে নির্বাচন কমিশনে বাংলাদেশ টেলিভিশনের একটি টিম ভাষণ ধারণের জন্য উপস্থিত হয়েছেন। বাংলাদেশ বেতারের একটি দলও সেখানে অবস্থান করছেন। ভাষণ ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে, সকাল থেকেই নির্বাচন কমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহানগর পুলিশের পাশাপাশি বেশ সংখ্যক আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের তৎপর দেখা গেছে। অপরিচিত কেউ কমিশনে প্রবেশ করতে চাইলে তাদের তল্লাশি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ