পেঁয়াজের দর শত পাড়

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টিসিবির চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে কোরবানির ঈদ সামনে রেখে ১০০ টাকা ছাড়িয়েছে পেঁয়াজের কেজি।

গত দুমাস ধরে বাড়তে থাকা নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। পেঁয়াজ আমদানিতে সুবিধা দেয়া, সুদহার কমানো এবং সরকারি উদ্যোগে পেঁয়াজ আমদানির মতো চেষ্টার পরও লাগাম দেয়া যাচ্ছে না পেঁয়াজের দামে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা পর‌্যন্ত দামে বিক্রি করেছেন খুচরা ব্যবসায়ীরা।

এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পণ্যটির দাম ২০ থেকে ৩০ টাকা পর‌্যন্ত বেড়েছে।

রাষ্টায়াত্ত বাণিজ্যিক সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেয়া পণ্যের দামের তালিকায় দেখা যায়, রাজধানীতে শুক্রবার সকালে বাজার ও মানভেদে পেঁয়াজ ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার সকালে গোপীবাগ রেলগেট বাজারের খুচরা ব্যবসায়ী জাকির হোসেন পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে এবিসি নিউজ বিডিকে বলেন, “পাইকারি বাজারে দাম বেড়েছে। যে কারণে আমাদেরও বেশি দাম রাখতে হচ্ছে।”

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী হাজী ভাণ্ডার আড়তের মালিক বাবুল হোসেন এবিসি নিউজ বিডিকে বলেন, “মোকামে দাম বেড়েছে। এছাড়া এখন ট্রাক পাওয়া যাচ্ছে না। সব ট্রাক গরু পরিবহনে বুকিং হয়ে আছে। আর যেসব ট্রাক পাওয়া যাচ্ছে তারা ২ থেকে ৫ হাজার টাকা বেশি ভাড়া নিচ্ছে। এসব কারণেই দাম বেড়েছে।”

ভর্তুকি দিয়ে টিসিবির বাজারজাতকরণ, ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদহারে সর্বোচ্চ সীমা নির্ধারণ, এলসি মার্জিন কমিয়ে রাখার ব্যবস্থা, বন্দরে দ্রুত খালাসের ব্যবস্থা কোনো কিছুই পেঁয়াজের দাম কমাতে কাজে আসেনি।

মাস দুয়েক আগে ভারত রপ্তানি বন্ধ করে দিলে দেশে বাজারে পণ্যটির দাম হঠাৎ করেই ৪০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ৮০ টাকা হয়ে যায়।

বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজের দর স্বাভাবিক পর‌্যায়ে নিয়ে আসার জন্য ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে সরকারি ও বেসরকারি পর‌্যায়ে আমদানির উদ্যোগ নেয়।

টিসিবির মাধ্যমে আমদানি করে প্রথমে ৪৭ টাকা, পরে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করছে সরকার। বেসরকারি পর‌্যায়েও পাকিস্তান, মিয়ানমার, চীন থেকে আমদানি হয়েছে।

তবে বাজার বিশ্লেষণে দেখা গেছে, পাইকারির তুলনায় খুচরা বাজারে দাম বেড়েছে বেশি। গত সপ্তাহে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে, যা শুক্রবার বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

আর খুচরা বাজারে গত সপ্তাহে ৭৫ থেকে ৮০ টাকায় পেঁয়াজ পাওয়া গেলেও শুক্রবারে তা ১০০ থেকে ১১০ টাকা পর‌্যন্ত বিক্রি হয়েছে।

এছাড়া খুঁচরা বাজারে আদা ও কাঁচা মরিচের দাম বেড়েছে। প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া গেছে।

গত সপ্তাহে কাঁচা মরিচ ৯০ টাকায় বিক্রি হলেও শুক্রবার দোকানিরা ১২০ টাকা পর্যন্ত বিক্রি করছে ।

এদিকে খুচরা বাজারে জিরা (ইরানী) ৪৫০ থেকে ৪৮০ টাকা, এলাচ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০, দারুচিনি ২৬০ থেকে ৩০০, লবঙ্গ ১ হাজার ৫০০ টাকা, পেস্তাবাদাম ১ হাজার ৬০০ টাকা, গোলমরিচ  কালো ৮০০ টাকা, তেজপাতা ১৪০ টাকা, ধনিয়া ৭০ টাকা, মরিচ (গুঁড়া) ১৮০ টাকা, হলুদ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ