দ্বিধা ও বিভেদ ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (২৭ জানুয়ারি) : দ্বিধা ও বিভেদ ভুলে দলীয় ঐক্যের বার্তা দিয়ে অবশেষে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি চলমান নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে তার তৃতীয় সমাবেশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিকেল ৪টা ৩ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। যদিও দলীয়ভাবে জানানো হয়েছিল, দুপুর ২টা ৩০ মিনিটে তিনি বক্তব্য দেবেন।

মঞ্চে ওঠার আগে সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। এরপর স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। ময়মনসিংহ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারেক রহমানের কাছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে পৌরসভায় উন্নীত করার দাবি জানান।

তারেক রহমানের বক্তব্যের আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা মঞ্চে বক্তব্য দেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়র হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু এবং লৎফুরজ্জামান বাবর।

বক্তারা নিজেদের মধ্যকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। এ সময় সমাবেশে স্লোগান ওঠে—‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।

লৎফুরজ্জামান বাবর বলেন, ‘আমরা ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই এবং আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

সরেজমিনে দেখা গেছে, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের একটি বড় অংশ ছিলেন মধ্যবয়সী। অনেকেই স্মৃতিচারণ করে জানান, এই একই মাঠে তারা অতীতে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশেও অংশ নিয়েছিলেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ