শ্রীপুরে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিকের লিজকৃত পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (১১ জানুয়ারি) : মাগুরার শ্রীপুর উপজেলায় এবিসি নিউজের স্থানীয় প্রতিবেদক শেখ আবু সাঈদের লিজ নেওয়া পুকুর থেকে জোরপূর্বক প্রায় দুই লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) বিকাল আনুমানিক তিনটার দিকে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের কল্যাণপুর মৌজায় এ ঘটনা ঘটে। পুকুরটির মালিক রিপন খান। প্রায় এক বছর আগে শেখ আবু সাঈদ তার কাছ থেকে পুকুরটি বর্গা নেন এবং সাত মাস আগে প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন।

ঘটনার দিন বিকেলে শেখ আবু সাঈদের স্ত্রী মোছাঃ মেরিনা খাতুন পুকুর দেখতে গিয়ে দেখেন, একদল লোক জাল ফেলে মাছ ধরছে। তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং মারমুখী আচরণ করে। একপর্যায়ে তাকে জিম্মি করেই পুকুর থেকে মাছ ধরতে থাকে বলে অভিযোগ রয়েছে।

পরে বিষয়টি ফোনে জানতে পেয়ে শেখ আবু সাঈদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখেন, পুকুরের প্রায় সব মাছ ধরে নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, এ সময় তাকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এবং এক আসামি রামদা দিয়ে কোপ মারার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার আর্থিক ক্ষতি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তরা পুকুর থেকে আনুমানিক দুই লক্ষ টাকার মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়াকে অবহিত করা হলে তিনি ঘটনাটি তদন্ত করে মামলা দায়েরের অনুমতি দেন। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানায় দায়েরকৃত লিখিত এজাহারে যাদের আসামি করা হয়েছে তারা হলেন—
১। স্বর্ণালি জোয়াদ্দার রিয়া (৩৫), শ্রীপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি
২। আঃ হালিম জোয়াদ্দার (৪৫), শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক
(উভয়ের পিতা—মৃত আঃ ওহাব ওরফে বাঁশি জোয়াদ্দার)
৩। মোঃ আক্তার মোল্যা (৪৯)
৪। মোঃ মুক্তার মোল্যা (৫২)
(উভয়ের পিতা—মৃত কালা মতলা)
৫। শাহিনুর জোয়াদ্দার (৪০)
৬। মিজান জোয়াদ্দার (৩৩)
(উভয়ের পিতা—মৃত উফা জোয়াদ্দার)
৭। আমিনুর মোল্যা (৪৯), ৪নং শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক
(পিতা—মোঃ রাজেক মোল্যা)

সব আসামির বাড়ি সারঙ্গদিয়া গ্রামে, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ চাঁদ আলী শেখ ও মোঃ সাহেব আলী খন্দকারসহ একাধিক ব্যক্তি ঘটনার প্রত্যক্ষদর্শী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ