দলের শীর্ষ নেতাদের সাথে গুলশান কার্যালয়ে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ ডিসেম্বর) : রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের অফিসে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। এই কার্যালয়ে প্রথমবার এসেছেন তিনি। এক-এগারোর পরে বিএনপি চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। তিনি গুলশান অ্যাভিনিউ-এর বাসা থেকে এই অফিসে আসেন।
কার্যালয়ে এসে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা, রুহুল কবির রিজভী ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।
এ সময় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তাসহ বগুড়ার জেলার নেতারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বিনিময় শেষ করে দোতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়েরও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। দোতলায় চেয়ারপারসনের চেম্বার পাশেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেম্বার।
গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সপরিবারে দেশে ফিরেন তারেক রহমান।
মনোয়ারুল হক/
