হাদি হত্যা মামলার চার্জশিট ১০ দিনের মধ্যে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা-মা, স্ত্রী, শ্যালক, এক নারী সহযোগীসহ অন্যান্যরা। এদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন, ছুরি, ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি ইতোমধ্যে বিস্তারিত প্রেস ব্রিফিং করেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে আগামী ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে চার্জশিট দাখিল সম্ভব হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিভিন্ন দুষ্কৃতকারী ও সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান—দলের ভেতরে থাকা সুবিধাবাদী ও অপরাধীদের বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে।
সংবাদ সম্মেলনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অগ্রগতির কথাও জানান তিনি। গত ১৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এ অভিযানে প্রায় ১০ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া ময়মনসিংহে পোশাক শ্রমিক হত্যাকাণ্ড, কেরানীগঞ্জে বিস্ফোরণের ঘটনা এবং লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের মামলার সর্বশেষ অগ্রগতির কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মনোয়ারুল হক/
