হঠাৎ নির্বাচন কমিশনের ইউটার্ণে বিষ্ময় রফিকুল আমিনের

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ ডিসেম্বর) : আমজনগন পার্টির নিবন্ধন দেয়া নিয়ে নির্বাচন কমিশনের হঠাৎ ইউ-টার্ণে বিষ্ময় প্রকাশ করেছেন দলটির আহবায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমীন। তিনি মনোনয়ন দাখিলের নির্বাচন কমিশনের কাছে সময় দেয়ার দাবি জানান। দু’য়েকটি রাজনৈতিক দলের অনৈতিক চাপ যারা নিতে পারেন না, তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করবে, প্রশ্ন রাখেন রফিকুল আমীন।

শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রফিকুল আমীন ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রফিকুল আমীন বলেন, আমি রাষ্ট্রের স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের অন্যায় আচরণের বিষয়ে জানাতে ও প্রতিকার চাইতে এসেছি। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার, আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিথ্যা মামলায় ১২ বছরের বেশি সময় কারাগারে ছিলাম। নির্মম নির্যাতন করা হয় আমাকে। আমার সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কারাগারে থাকাকালীন পরিকল্পনা ছিলো একটি রাজনৈতিক দল করার, যেখানে প্রতিহিংসার রাজনীতি হবে না, সাধারণ মানুষ বিকল্প খুঁজে নেয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নতুন ধারার রাজনীতি করার সংকল্প নিয়ে এবছরের ১৭ এপ্রিল বাংলাদেশ আমজনগণ পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি। আমি দলটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। দলটিতে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সী মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ অল্প সময়ের মধ্যে সারাদেশে দলের কার্যক্রম মজবুত ও বিস্তৃত করতে সহযোগিতা করে।

তিনি আরো বলেন, নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে গত ২২ জুন নিবন্ধনের জন্য আবেদন করা হয়। ১টি কেন্দ্রীয়, ২৩টি জেলা ও ১০৩টি উপজেলা ও থানায় কার্যালয় এবং কমিটি গঠন করার পাশাপাশি রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮ এর সকল শর্ত পূরণ করে আবেদন জমা দেয় বাংলাদেশ আমজনগণ পার্টি। দলের দেয়া সকল তথ্য মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে। তবে সবকিছু সঠিক পাবার পরেও অধিকতর পর্যালোচনা হবে বলে জানানো হয়। কেন অধিকতর পর্যালোচনা হবে, কারণ জানায়নি নির্বাচন কমিশন।

রফিকুল আমীন বলেন, কমিশন পর্যালোচনা করবে বললেও গত ৯ অক্টোবর সারাদেশে বাংলাদেশ আমজনগণ পার্টির তথ্য পুনঃতদন্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পুনঃতদন্তের সিদ্ধান্ত কেন নেয়া হয়েছিলো তা নির্বাচন কমিশন থেকে লিখিতভাবে জানায়নি। এই ধাপে অতিরিক্ত এমন অনেক তথ্য কর্মকর্তারা চান যা অপ্রাসঙ্গিক। দলের সদস্যদের যোগদানের প্রত্যয়ন, অফিস ভবনের মালিকদের এনআইডি, জমির দলিল-পর্চা চাওয়া হয়। এতে চরম হয়রানির মধ্যে পড়ে নেতাকর্মীরা। অথচ এই বিধান নতুন নিবন্ধিত দলের তদন্তের সময় কার্যকর করেনি নির্বাচন কমিশন। পুনঃতদন্তেও সকল তথ্য সঠিক পায় নির্বাচন কমিশন। তদন্ত, পর্যালোচনা, অধিকতর পর্যালোচনা ও পুনঃতদন্ত শেষে বাংলাদেশ আমজনগণ পার্টিসহ ৩টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত ৪ নভেম্বর গণবিজ্ঞপ্তি জারি করে ইসি।

তিনি বলেন, গত ১৮ই নভেম্বর নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি হওয়া ৩টি নতুন রাজনৈতিক দলের মধ্যে ২টি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ সেসময় জানান, বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে কিছু আপত্তি আসায় শুনানী করে সিদ্ধান্ত জানানো হবে। তবে সেই শুনানী কবে হবে তা এখনো জানায়নি নির্বাচন কমিশন। আমজনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগগুলো কি, তা আজোও আনুষ্ঠানিকভাবে জানাননি তারা। তবে, কিছুদিন পূর্বে জনৈক ব্যক্তির কল রেকর্ড ফাঁস হয়, যেখানে তিনি আমজনগণ পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেয়ার কথা বলতে শোনা যায়। অর্থাৎ যে অভিযোগ জমা পড়েছে সেগুলো বেনামি ও পরিকল্পিত।

তিনি আরো বলেন, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, কোন রাজনৈতিক দলের বিষয়ে পরিচতি জারির পর গোয়েন্দা সংস্থা দিয়ে এভাবে যাচাইয়ের নজির নেই বাংলাদেশে। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কোন নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে না চাইলে গণবিজ্ঞপ্তি জারির কাজটি করতো।

তিনি বলেন, আমরা জানতে পারি গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন দেয়া হয়েছে নির্বাচন কমিশনে। তফসিল পরবর্তী সময়ে বন্ধের দিনেও গুরুত্বপূর্ণ অফিস, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশনে সকল কার্যক্রম চলমান থাকে। দুই দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন দেখে কোন সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন দুয়ারে দাড়িয়ে, এমন সময়ে দল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পেন্ডিং রেখে নির্বাচন কমিশন প্রমাণ দিচ্ছে, তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না এবং অতীতের জালিমের ভূমিকা থেকে সরে আসতে পারেনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ