নির্বাচন কমিশনে তারেক রহমানের আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ ডিসেম্বর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজ দুপুরে নির্বাচন কমিশনে উপস্থিত হবেন তিনি।

এ উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ভবন ও এর আশেপাশে সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

একইসঙ্গে, নির্বাচন কমিশন ভবনের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ।

নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, ভোটার হিসেবে নিবন্ধন করতে আজ তারেক রহমান নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেবেন।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান।

এদিন সকালে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ