গুলিস্তানে খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে আগুন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ ডিসেম্বর) : রাজধানীর গুলিস্তান খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আগুন লেগেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, বিকেল ৫টা ২৮ মিনেট আগুন লাগার খবর পাই। দ্রুত পাঁচটি ইউনিট সেখানে রওনা হয়। গুরুতর হওয়ায় আরও দুইটি ইউনিট পাঠানো হয়েছে। এখন সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
মনোয়ারুল হক/
