পারমাণবিক সাবমেরিক থেকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৬ ডিসেম্বর) : পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
বুধবার (২৪ ডিসেম্বর) বঙ্গোপসাগরে দেশটির সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে কেএ–৪ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এই পরীক্ষাটি চালানো হয় বিশাখাপত্তম উপকূলের কাছে।
ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের সমুদ্রভিত্তিক পরমাণু আঘাত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য কেএ–৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ২০২৪ সালের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র—এই তিন মাধ্যম থেকেই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিতসংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও দৃঢ় হলো।
কেএ–৪- এর ৩,৫০০ কিলোমিটার অপারেশনাল রেঞ্জ ভারতকে উল্লেখযোগ্য কৌশলগত নমনীয়তা প্রদান করে, যার ফলে সাবমেরিনগুলো দূরবর্তী সমুদ্র অঞ্চলে লুকিয়ে থাকতে পারে এবং প্রতিপক্ষের অঞ্চলের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
এই রেঞ্জ তার পূর্বসূরী K-15 ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি, যার সীমিত পরিসর ৭৫০ কিলোমিটার। এর বর্ধিত পরিসর ভারতকে প্রতিকূল উপকূলরেখার কাছাকাছি সাবমেরিন মোতায়েন না করেই পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সক্ষম করবে, যা সনাক্তকরণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তার সামগ্রিক সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।
মনোয়ারুল হক/
