বীরের বেশে তারেক রহমানের প্রত্যাবর্তন, রাজনীতিতে নতুন আলোর ঝলকানি
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ ডিসেম্বর) : দীর্ঘ ১৭ বছর পর বীরের বেশেই দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনে শুভেচ্ছা জানাতে দেশের অন্ততঃ ৩০ লাখ মানুষ জড়ো হয়েছিলেন। তিন’শ ফিটে দেয়া সম্বর্ধনার পর সোজা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এর যাবেন গুলশানের বাসায়। তার প্রত্যাবর্তনে দেয়া রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্তের সৃষ্টি হবে আশা রয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তনে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আজকের দিনটিকে ঐতিহাসিক মাত্রা দিতে অন্তত: ৩০ লাখ কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন। ভিড় সামলে তারেক রহমানের চলাচল নিরাপদ রাখাই এখন দলটির প্রধান চ্যালেঞ্জ।
বিমানবন্দরে অবতরণ করেই তারেক রহমানের গাড়িবহর যাত্রা করে কুড়িল ৩০০ ফিট এলাকায়। যেখানে সংবর্ধনা দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। সম্বর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রীত ছিলেন, জামায়াত-এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে।
তারেক রহমানের এ যাত্রাপথে সরকার ও দলের পক্ষ থেকে একাধিক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে।
নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) জগলুল আহসান বলেন, ‘উনি যেসময় রাস্তা দিয়ে যাবেন সেসময় রাস্তার দুই পাশে যে জনগণ আছে তারা কতটুকু দূরত্বে থাকবেন, কতটুকু আসতে পারবেন, এ পুরো ব্যাপারকেই সিকিউরিটির আওতায় নিয়ে এসে করতে হবে। এখন উনি এয়ারপোর্টে আসার পরই যদি উন্মুক্ত করে সব জনগণকে তার কাছে ফুল দেয়ার জন্য যেতে দেন তাহলে মিলিয়নেরও বেশি মানুষ সে সুযোগ নিতে চাইবে।’
মনোয়ারুল হক/
