আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ ডিসেম্বর) : যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ডায়লগ স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়ে বলতে চাই, আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর খিলক্ষেত এলাকার ৩০০ ফুটে আয়োজিত অভ্যর্থনামঞ্চে বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুরুতেই ‘প্রিয় বাংলাদেশ’ বলে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান। এর পর তিনি বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, ‘আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।’
বক্তব্যে তারেক রহমান বলেন, ‘একাত্তরে এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’
কয়েকদিন আগে ওসমান হাদি শহিদ হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। একাত্তরে যারা শহিদ হয়েছেন, চব্বিশে যারা শহিদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে জানিয়ে তিনি গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন। তিনি পরপর তিন বার বলেন আমরা দেশের শান্তি চাই।
দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘প্রত্যেক মানুষের সহযোগিতা তার প্রয়োজন। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।’
তারেক রহমান এ সময় মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
পরে তারেক রহমান বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়বো মোদের বাংলাদেশ।’
তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় সংবর্ধনা সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে মঞ্চে দেখে গতকাল রাত থেকে অপেক্ষমাণ দলের লাখো নেতাকর্মী ও সমর্থক উল্লাসে ফেটে পড়েন।
উপস্থিত জনতা তারেক রহমানকে দেখে নানা স্লোগান দেন।
মনোয়ারুল হক/
