শহীদ ওসমান হাদি সৎ ও নির্ভীক থেকে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (নারায়ণগঞ্জ), এবিসিনিউজবিডি, (২১ ডিসেম্বর) : জুলাই অভ্যুত্থানের পর সব প্রলোভন পরিহার করে সৎ ও নির্ভীক থেকে শহীদ ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি আরও বলেন, ‘হাদি নিজের কথা না ভেবে দেশের মানুষের কথা ভাবতেন তাই শেষ বিদায়ের দিন তার জন্য মানুষের আহাজারি আর দোয়া ছিল অতুলনীয়।’

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

এ সময় তিনি শহিদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহ হাদিকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দিন। আমরা বিশ্বাস করি, হাদি এই নশ্বর পৃথিবীর চেয়ে আরও ভালো জায়গায় অবস্থান করছে।’

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘হামলাকারীর চেয়ে দেশে সৃষ্টিশীল মানুষের সংখ্যা বেশি। দেশে আত্মত্যাগকারী তরুণের সংখ্যাও অনেক বেশি।’

এর আগে সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আক্তার হোসেন খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ